Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


১৩ নভেম্বর ২০১৯ ২০:১৬

ঢাকা: রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম নুশরাত নুর নিশি (২৩)। দুর্ঘটনায় তার স্বামী নুর মোহাম্মদ সামন্য আহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় নুশরাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারী স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় টেকনিক্যাল ও কল্যাণপুরের মধ্যবর্তী স্থানে ঠিকানা পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিশি সোনারগাঁ হোটেল চাকরি করত। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর গ্রামে। বর্তমানে তারা দারুসসালাম দক্ষিণ বিশিল এলাকার বাসিন্দা।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়। চালক পুলিশ হেফাজতে রয়েছেন।

মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর