Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসার ছাদে যুবকের মরদেহ, পুলিশের ধারণা কুপিয়ে হত্যা


১৩ নভেম্বর ২০১৯ ১৬:০৩

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকার একটি বাড়ির ছাদ থেকে আরিফ হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে লালমোহন সাহা সড়কের ১৩৯ নম্বর বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আরিফের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায়। তিনি ওই বাসার চিলেকোঠায় ভাড়া থাকতেন। ওই এলাকায় একে ট্রেডার্স নামে একটি সিমেন্টেরর দোকানের ব্যবস্থাপক ছিলেন তিনি।

একই তথ্য জানিয়েছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুজিদ কুমার সাহা। তিনি বলেন, আরিফের শরীরে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

কুপিয়ে হত্যা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর