Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


১৩ নভেম্বর ২০১৯ ১৬:০৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শোভন আলী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আট মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শোভন আলী সদর উপজেলার ছোট আড়িয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে অবৈধ আলমসাধু চেপে নানীর সঙ্গে নানীর বাড়ির উদ্দেশে বের হয় শোভন। এসময় আট মাইল নামক স্থানে পৌঁছালে আলমসাধুর সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে  শিশু শোভন মারাত্মক  আহত হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক তন্ময় তাকে মৃত ঘোষণা করেন।

বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর