Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিজ বাসায় গলায় রশি প্যাঁচানো নারীর মরদেহ


১৩ নভেম্বর ২০১৯ ১৫:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ বাসা থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়ার আবদুস সালামের ভাড়াঘরের একটি কক্ষ থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করেছে।

মৃত রমিজা খাতুন (৫২) বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের মৃত বদিউল আলমের স্ত্রী। তার ৩ ছেলে ও এক মেয়ে আছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘রমিজা খাতুনের সন্তানেরা কেউ দেশের বাইরে, কেউ শহরে থাকেন। তিনি এক পাতানো ভাই নিয়ে পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে আমরা বাসায় যায়। সেখানে গলায় রশি প্যাঁচানো রমিজার মরদেহ মেঝেতে শায়িত অবস্থায় পাওয়া গেছে। গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। তবে শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। আত্মহত্যা নাকি খুন- সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি, হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর বিস্তারিত জানা যাবে।’

এদিকে রমিজার পাতানো ভাই মো. আলমগীরের (৪৫) খোঁজ মিলছে না বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি সারাবাংলাকে বলেন, ‘সকালেও লোকজন তাকে এলাকায় দেখেছেন বলে জানিয়েছেন। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

গলায় দাড়ি চট্টগ্রামে নিজ বাসায়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর