বরিশালে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গ্রেফতার
১৩ নভেম্বর ২০১৯ ১৫:০২ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ১৭:০৪
বরিশাল: বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র এক আঞ্চলিক কমান্ডারকে আটক করেছে র্যাব। বুধবার ( ১৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব- ৮।গ
গ্রেফতার জেএমবির কমান্ডর আলি আকবর (৩৭) শরিয়তপুর জেলার জাজারিয়া থানার নাওডোবা ইউনিয়নের জয়নুদ্দিন মাদবর গ্রামের মো. জয়জুল হক শনির ছেলে। সে শরিয়তপুর জেলা জেএমবি’র আঞ্চলিক কমান্ডার।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার ( ১২ নভেম্বর) র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে উগ্রপন্থীর একজন সক্রিয় সদস্য বিএমপি বিমানবন্দর থানাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া রোডের গজালিয়া নামক স্থানে অবস্থান করছেন। রাত সাড়ে ১০টায় র্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল বরিশালের বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আলি আকবর নামে এক জেএমবি’র সক্রিয় সদস্যকে আটক করে র্যাব। তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন প্রকার উগ্রপন্থী লিফলেট ও বই উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র শরিয়তপুর জেলার আঞ্চলিক কমান্ডার হিসেবে নিজের পরিচয় স্বীকার করে।
র্যাব আরও জানায়, গ্রেফতার আলি আকবরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।