Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৫শ যাত্রী নিয়ে কালীগঞ্জ চরে আটকা পড়েছে যাত্রীবাহী লঞ্চ


১৩ নভেম্বর ২০১৯ ১২:০৪

ফাইল ছবি

বরিশাল: সাড়ে ৫শ যাত্রী নিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ চরে আটকে আছে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি শাহরুখ খান-২ নামের যাত্রীবাহী লঞ্চ। বুধবার (১৩ নভেম্বর) ভোর রাতে লঞ্চটি ওই চরে আটকা পড়ে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই লঞ্চের যাত্রীরা।

লঞ্চের সারেং মো. শহিদুল ইসলাম জানান, ঢাকার উদ্দেশে বরগুনা থেকে ছেড়ে আসা এমভি শাহরুখ-২ নামের লঞ্চটি বুধবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে চরে আটকা পড়ে। কুয়াশার কারণে ঠিকমতো দেখতে না পাওয়ায় লঞ্চটি চরে উঠে যায়। আমরা লঞ্চটি চর থেকে নামানোর চেষ্টা করছি।

বিজ্ঞাপন

যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

লঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর