Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল কসমেটিক কারখানায় র‍্যাবের অভিযান


১৩ নভেম্বর ২০১৯ ০০:৫৮

রাজধানীর বাবু বাজার এলাকায় একটি নকল কসমেটিক কারখানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টায় এই অভিযান শুরু হয়। অভিযানে সহযোগিতা করছেন র‍্যাব ও বিএসটিআই এর কর্মকর্তারা।

অভিযান প্রসঙ্গে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, শীত মৌসুমকে সামনে রেখে কসমেটিকসের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী নকল কসমেটিকের কারখানা গড়ে তুলেছে। এর প্রেক্ষিতে র‍্যাব অভিযান শুরু করে।  অভিযানে বাবুবাজারের ঐ নকল কারখানাটিতে বিভিন্ন আইটেমের নকল কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বেশির ভাগই জনসন বেবি লোশন। আটা, ময়দা, কস্টিক সোডা এবং সেন্ট মিশিয়ে এইসব লোশন তৈরি করা হচ্ছিল। ক্ষতিকর এই লোশনগুলো শিশুদের ব্যবহারের জন্য ঢাকা ও ঢাকার বাইরে বিক্রি করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভিযান শেষে অভিযুক্তদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান কারখান টপ নিউজ নকল কসমেটিক ম্যাজিস্ট্রেট র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর