ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে রেলমন্ত্রী
১২ নভেম্বর ২০১৯ ২২:২২
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহতের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঢামেকে যারা চিকিৎসাধীন আছেন তারা হলেন, মুন্না মিয়া (২৫), মির্জা মোহাম্মদ সাইফুদ্দিন সৈকত (২৭) এবং নিজাম মিয়া (২২)।
মঙ্গলবার (১২নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে যান। এসময় তিনি তাদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার খরচ হিসাবে দশ হাজার টাকা করে দেন।
এদিন রাতে ঢামেকে ভর্তি হয় দুর্ঘটনায় আহত নিজাম। তার বড় ভাই আমির হোসেন সারাবাংলাকে জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। এখন তারা নরসিংদির মাধবদীতে থাকেন ও প্রিন্টিংয়ের কাজ করেন। আহত নিজাম চট্রগ্রামে বড় বোন আখি নুরের বাসায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। রাতে আনা হয়েছে ঢামেকে।