Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত


১২ নভেম্বর ২০১৯ ১৮:৫২

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী সরদার (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের নিউ মার্কেটের পাশে তেলপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনছার আলী সরদার সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের রজব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার আলী বাই-সাইকেল চালিয়ে নিউ মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গেলে আনছার আলীর মাথার উপর দিয়ে ট্রাকটি চলে যায়। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর