চীনে রাসায়নিক হামলা, শিক্ষার্থীসহ আহত ৫০
১২ নভেম্বর ২০১৯ ১৬:৫৪
চীনের ইউনান প্রদেশে এক ব্যক্তি কিন্ডারগার্ডেনে রাসায়নিক হামলা চালিয়েছেন। এতে শিক্ষার্থীসহ ৫০ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে আহতদের মুখে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিটান হয়েছে। তাদের শরীরে মারাত্মক উপসর্গ দেখা দিয়েছে।
সোমবার (১১ নভেম্বর) কাইয়ুন শহরে এই ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। ২৩ বছর বয়স্ক ওই যুবকের নাম কং। তিনি মানসিকভাবে ‘বিক্ষিপ্ত’ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্কুলে পড়াকালীন হামলাকারী পারিবারিক বিচ্ছেদের শিকার হন। তাই তিনি আদর-স্নেহ থেকে বঞ্চিত ছিলেন। বেড়ে উঠেন নেতিবাচকভাবে। হতাশা থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
চীনে স্কুলের বাচ্চাদের ওপর সহিংসতা এবারই নতুন নয়। এর আগে গত বছর ২৮ বছরের এক যুবক এক স্কুলের ৯ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেন। তার অভিযোগ স্কুলে পড়াকালীন তাকে অপদস্থ করা হয়েছিল। পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সিচুয়ান প্রদেশে এক নারী ১৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছিলেন।