Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রের ৩ আইন কর্মকর্তাকে নিয়ে রুল জারি


১২ নভেম্বর ২০১৯ ১৬:৩৬

ঢাকা: উচ্চ আদালতে কাজ করা রাষ্ট্রের তিন আইন কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কোন কর্তৃত্ব বলে তারা পদে আছেন তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

এছাড়া আরও ছয়জন সহকারী অ্যাটর্নি জেনারেলের বিষয়ে যাচাই করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বার কাউন্সিল সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক রিটের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই তিন কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ ও কামালউদ্দীন আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আল মামুন।

হাইকোর্ট বেঞ্চ আইনসচিব, সলিসিটার, বার কাউন্সিল সচিব ও সংশ্লিষ্ট তিন আইন কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলেছেন।

আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া।

আইনে নির্ধারিত শর্ত ও পেশার অভিজ্ঞতার সময়সীমা অনুসরণ না করে দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন এ আইনজীবী।

আইনজীবী ফরহাদ বলেন, আইন অনুযায়ী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে হলে সর্বোচ্চ সময়সীমা হলো ৬৭ বছর। কিন্তু এ দুজন যখন নিয়োগ পান, তাদের সময় তখন ৬৭ বছরের বেশি ছিল। অন্যদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল হতে হলে আইন পেশায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হয়, কিন্তু নিয়োগের সময় আল মামুনের অভিজ্ঞতা ছিল ৪ বছর ২ মাস। তারপরও তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এ অবস্থায় আদালতে রিট দায়ের করা হয়।

আইন কর্মকর্তা রায় রাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর