Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় ট্রেন দুর্ঘটনা: এখনও পরিচয় মেলেনি ৬ জনের


১২ নভেম্বর ২০১৯ ১২:৫৮ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১৫:১৩

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে এখনও ছয় জনের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়ান গেছে তারা হলেন- চাঁদপুরের পশ্চিম রাজারগাঁওয়ের মুজিবুর রহমান (৫৫) ও কুলসুম বেগম (৩০), হবিগঞ্জ সদরের ইয়াসীন (১২), হবিগঞ্জের চুনারুঘাটের সুজন আহমেদ (২৮), হবিগঞ্জের বানিয়াচংয়ের আল আমীন (৩০), হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ারপুর পৌরসভার আলী মোহাম্মদ ইউসূফ (৩২), হবিগঞ্জের বানিয়াচংয়ের শিশু আদিবা (২), ব্রাহ্মণবাড়িয়া সদরের শিশু সোহামনি (২) ও মৌলভীবাজারের জাহেদা খাতুন (৩০)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৪টায় কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

কসবায় ট্রেন দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর