Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বজনদের খুঁজছে শিশুটি


১২ নভেম্বর ২০১৯ ০৯:৪৪ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১১:৩৯

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। এখনও খুঁজে পাওয়া যায়নি তার স্বজনদের। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে দুর্ঘটনাস্থল থেকে আহতবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির স্বজনদের খোঁজ করা হচ্ছে। ট্রেন দুর্ঘটনাস্থল থেকে সকালে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে নিজের নামও বলতে পারেনি।

তূর্ণা-উদয়ন মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ১৫ জনের

শিশুটি দুর্ঘটনায় আক্রান্ত উদয়ন এক্সপ্রেসে ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বজনদের খোঁজ করছে। কেউ শিশুটির অভিভাবকের সন্ধান দিতে পারলে এই (০১৮৭৮৯৮৩৭৩৬) ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৪টায় কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

চিকিৎসাধীন শিশু সদর হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর