ঋণ নিয়ে শুল্কমুক্ত গাড়ি কেনার প্রস্তাব বিএনপির হারুনের
১১ নভেম্বর ২০১৯ ২১:৫৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ২১:৫৮
সংসদ ভবন থেকে: ঋণ নিয়ে শুল্কমুক্ত গাড়ি কেনার প্রস্তাব দিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তিনি বলেন, সরকারের কর্মকর্তারা ঋণ নিয়ে গাড়ি কিনছেন। আমাদের এ সুযোগ রাখলে গাড়ি কিনে পাঁচবছর ব্যবহারের পর সেটি বিক্রি করে টাকা সঞ্চয় করতে পারব।
সোমবার (১১ নভেম্বর) রাতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বিএনপির এমপি হারুনুর রশীদ এই প্রস্তাব দেন।
তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘১৯৯৬ সালে প্রথম এমপি হয়ে সংসদে আসি। এর আগে পঞ্চম সংসদ থেকে এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি দেওয়া শুরু হয়। ওই সংসদে ৩০৭, সপ্তম সংসদে ৩৭৬ এবং নবম সংসদে ৬১৬টি শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ পায় এমপিরা। অথচ সরকারে দুর্নীতিবিরোধী অভিযানের এক পর্যায়ে শুল্কমুক্ত গাড়ি কেনার অপরাধে আমাকে জেলে যেতে হলো।আমার নির্বাচনী এলাকায় এ খবরে মিষ্টিও বিতরণ করা হয়। আবার আমি যখন জামিনে মুক্ত হলাম তখন সবাই বলল সংসদ নেতার সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে আমি তড়িৎ জামিনে মুক্ত হয়েছি। তাদের অভিযোগ, আমি নিজ দল ও সরকারে সুস্পর্ক থাকায় দুদিকেই কাটছি।’
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে বলেন, ‘আমার এক কোটি টাকা নেই। তাই আমি গাড়ি কিনতে পারব না। কারণ, একজন এমপি শপথ নিতে সংসদে আসতে হলে তাকে পায়ে হেঁটে কিংবা ট্যাক্সিতে চড়ে আসতে পারে না। এ কারণে শুল্কমুক্ত গাড়ির সুবিধা রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘আগামীতে ঋণ দিয়ে গাড়ি কেনার সুযোগ রাখলে পাঁচ বছর ব্যবহারের পর সেটি বিক্রি করে টাকা সঞ্চয় করতে পারব।’ সেজন্য এ সুযোগ রাখাতে সংসদের প্রতি আহবান জানান বিএনপি হারুনুর রশীদ।