রাঙ্গাঁকে ক্ষমা চাইতে হবে: নূর হোসেনের মা
১১ নভেম্বর ২০১৯ ১৮:২৩ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ২৩:৩১
ঢাকা: স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিতে শহীদ নূর হোসেনকে নিয়ে কটাক্ষ করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নূর হোসেনের মা মরিয়ম বিবি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার (১১ নভেম্বর) প্রতিবাদ কর্মসূচিতে নূর হোসেনের মা এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমার ছেলেকে নিয়ে রাঙ্গাঁ যে কথা বলেছে আমি তার প্রতিবাদ জানাই। তার বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম এবং তাকে বয়কটের আহ্বান জানাই।’
নূর হোসেনের মা আরও বলেন, ‘সে আমার একার ছেলে না, সে জনগণের ছেলে। কেউই প্রমাণ করতে পারবে না আমার ছেলে নেশাখোর ছিল। যে নেশা করে, যে মাদকাসক্ত সে কখনও দেশের জন্য প্রাণ দেয় না। রাঙ্গাঁ যে বক্তব্য দিয়েছে তাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।’
রাঙ্গাঁর বিরুদ্ধে মামলা করতে চান কি না জানতে চাইলে মরিয়ম বিবি বলেন, ‘মামলা করতে চাইলে আগেই করতে পারতাম। এর বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম। তবে আমরা মামলা করতে রাজি আছি। আইনের এসব মারপ্যাচ আমরা বুঝি না। আপনারা সহযোগিতা করলে মামলা করব। ’
বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘নূর হোসেন ইয়াবাখোর, ফেন্সিডিলখোর ছিলেন।’
এর প্রতিবাদে নূর হোসেনের পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচিতে নূর হোসেনের বড় ভাই আলী হোসেন বলেন, ‘নূর হোসেন দেশের জন্য প্রাণ দিল। তাকে কটাক্ষ করা মানে সব শহীদকে কটাক্ষ করা।
মাদকাসক্তির প্রসঙ্গে আলী হোসেন প্রশ্ন রেখে বলেন, ‘তখন কি ইয়াবা ফেন্সিডিল ছিল? যে ছেলেটা দেশের জন্য আত্মাহুতি দিল, যে কখনও সিগারেট পর্যন্ত স্পর্শ করেনি তার এ বক্তব্যর মাধ্যমে তাকে ছোট করা হয়েছে। সমস্ত শহীদকে ছোট করা হয়েছে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’
প্রতিবাদ কর্মসুচিতে নূর হোসেনের মা ও বড় ভাই ছাড়াও উপস্থিত ছিলেন নূর হোসেনের বোন সাহানা বেগম, মেজো ভাই দেলোয়ার হোসেনসহ অন্যরা।