Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তুরিন আফরোজকে অপসারণ


১১ নভেম্বর ২০১৯ ১৩:৩০ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৭:২৮

ঢাকা: শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচারণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) আইনমন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপ-সলিসিটর এস এম নাহিদা নাজমীনের সই করা চিঠির আদেশ আজ ১১ নভেম্বর থেকেই কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠক করে তাকে মামলার কিছু তথ্য সরবরাহ করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এমন অভিযোগে গত বছরের মে মাসে খবর ছাপা হয় একটি দৈনিকে। এ অভিযোগের পর তুরিন আফরোজকে সংশ্লিষ্ট ওই মামলার চিফ প্রসিকিউটর পদসহ ট্রাইব্যুনালের সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপরেই তুরিন আফরোজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তুরিন আফরোজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর