Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ নভেম্বর ঘোষণা হবে স্বেচ্ছাসেবক লী‌গ দক্ষিণের নতুন নেতৃত্ব


১১ নভেম্বর ২০১৯ ১৩:০৭ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৭:০৪

ঢাকা: স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কের নাম আগামী ১৬ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিন ঘোষণা করা হবে।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ‌স্বেচ্ছা‌সেবক লী‌গ দক্ষিণের সম্মেলন উদ্বোধনের পর এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব করা হবে। এরপর প্রার্থী‌দের আধাঘণ্টা সময় দেওয়া হবে একাধিক প্রার্থী এক হওয়ার জন্য।

‘আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর-এর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সে জন্য আমরা চাইছি, আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে’ বলেন ওবায়দুল কাদের।

সে পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর