ইডেন কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, ছাত্রলীগ কর্মীকে মারধর
১১ নভেম্বর ২০১৯ ১২:২৬ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৪:২৬
ঢাকা: রাজধানীর ইডেন মহিলা কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সুস্মিতা বাড়ৈ নামে এক ছাত্রলীগকর্মীকে মারধর করা হয়েছে। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিভা, বিথি, জারিন পূর্ণি, ইতি, পাপিয়া রায়, পাপিয়া পিয়া, জান্নাত আরা জান্নাত তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
এর আগে, গত শনিবার সিট সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সাবিকুন নাহার তামান্না নামে এক ছাত্রলীগ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
মারধরের শিকার সুস্মিতা বাড়ৈ ইডেন কলেজের ২০১৪-১৫ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
মারধরের বিষয়টি কলেজ শাখা ছাত্রলীগের একাধিক যুগ্ম আহ্বায়ক নিশ্চিত করেছেন। আহত সুস্মিতা বাড়ৈ বর্তমানে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন বলে সূত্র জানিয়েছে।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের একজন যুগ্ম আহ্বায়ক সারাবাংলাকে জানান, সোমবার (১১ নভেম্বর) সকালে শুনেছি জুনিয়রদের সঙ্গে সুস্মিতার সমস্যা হয়েছে। পরে তাকে মারধর করা হয়েছে। তবে মারধরের বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিভা বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে জানতে ইডেন কলেজের প্রিন্সিপাল শামসুন নাহারকে একাধিকবার কল ও এসএমএস দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।