ইরানে ৫ হাজার কোটি ব্যারেলের নতুন তেলক্ষেত্র আবিষ্কার
১১ নভেম্বর ২০১৯ ১১:৫১ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১১:৫৪
ইরানের দক্ষিণাঞ্চলে নতুন তেলক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেখানে ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩শ কোটি ব্যারেল তেলসম্পদ মজুত রয়েছে।
রোববার (১০ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই ঘোষণা দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইরানের দক্ষিণে কুজস্তান প্রদেশে এই তেলক্ষেত্রের অবস্থান। নতুন তেলসম্পদের ফলে দেশটির নিশ্চিত হওয়া তেলের রিজার্ভ বেড়ে দাঁড়াল ২০০ বিলিয়ন ব্যারেলে। যদিও পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ ও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের তেল রফতানি বাধাগ্রস্ত হচ্ছে।
আহভাজ তেলক্ষেত্র এ যাবৎ আবিষ্কৃত ইরানের সবচেয়ে বড় তেল খনি। যেখানে ৬৫ বিলিয়ন বা ৬ হাজার ৫শ কোটি ব্যারেল তেল মজুত রয়েছে। তাই নতুন এই তেলক্ষেত্র ইরানের ২য় বৃহত্তম তেলক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে।