Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর গুলিস্তান থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


১১ নভেম্বর ২০১৯ ০০:১৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০০:১৯

ঢাকা: রাজধানীর গুলিস্তানে সানি (৫) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অলিম্পিক ভবন সংলগ্ন মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আনোয়ারুল ইসলাম সারাবাংলাকে জানান, একটি বস্তার ভিতরে ছিলো মরদেহটি। বস্তার উপর একটি তোষক দিয়ে ঢাকা ছিলো। রাতে খবর পেয়ে অলিম্পিক ভবনের সামনের মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  শিশুটির মাথার ডান পাশে কানের কাছে থেঁতলানো আঘাত এবং গলায় কালো দাগ রয়েছে।

বিজ্ঞাপন

এএসআই আনোয়ার আরও জানান,  শিশু সানিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে তোষকের নিচে রেখে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, শিশুটির বাবার নাম সাগর। মায়ের নাম ঝর্না বেগম। গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ভাসমান থাকতো তারা। শনিবার রাত ১০টা থেকে শিশুটিকে খোঁজে পাচ্ছিলো না তার পরিবার। আজ রাতে এ এলাকায় মরদেহটি পেয়ে তারা পুলিশকে খবর দেন।

গুলিস্তান টপ নিউজ শিশুর মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর