মিলাদুন্নবীর শোভাযাত্রায় আসা পিকআপে বিস্ফোরণ, দগ্ধ ৩
১০ নভেম্বর ২০১৯ ২০:০৭ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ২০:৪৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি পিকআপ ভ্যানে জেনারেটর বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধসহ মোট ছয়জন আহত হয়েছে। ঈদে মিলাদুন্নবীর জসনে জুলুশে অংশ নিতে ওই গাড়িতে করে তারা এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে খুলশী থানার লালখান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে জানান, নগরীর বাকলিয়া এলাকা থেকে আসা পিকআপের জেনারেটরে লালখান বাজার মোড়ে তেল ভরার সময় বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনায় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন- নুর নবী (৬), কাউসার (২০), রফিকুল ইসলাম (৮), রফিাত (১০), ইয়াসিন (৯) ও হৃদয় (১৬)। এরা সবাই বাকলিয়া থানাধীন তুলাতলী নুর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিক আহমদ জানান, দগ্ধ তিন জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার শরীরের ৪০ শতাংশ পুড়েছে। অন্য দু’জনের ১৫ ও ১১ শতাংশ পুড়ে গেছে।