Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল শুরু সোমবার


১০ নভেম্বর ২০১৯ ২০:১১ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০৮:১৭

ঢাকা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাব কমে স্বাভাবিক হওয়ায় আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে সোমবার সকাল ছয়টা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল করবে।

রোববার (১০ নভেম্বর) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিাইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে শুক্রবার (৮ নভেম্বর) থেকে সারাদেশে নৌ চলাচাল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

ওইদিন ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক আলমগীর কবির সারাবাংলাকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। সেইসঙ্গে উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রাখা হয়।

এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। সেইসঙ্গে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ছিল।
আর কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

উল্লেখ্য, শনিবার মধ্যরাতে বাংলাদেশ আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া উপকূলীয় ১৪ জেলায় প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি বিধস্ত হয়েছে।

চলাচল নৌযান বিআইডব্লিউটিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর