জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত
১০ নভেম্বর ২০১৯ ১৬:৫৯
ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১১ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার সারাদেশের ২৯৮টি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল। এতে ৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে শনিবারের (৯ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষার সূচি পরে জানানো হবে।