মূল্যবৃদ্ধি ঠেকাতে পেঁয়াজ আমদানি করছে ভারত
১০ নভেম্বর ২০১৯ ১৫:০৪ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১৫:১০
পেঁয়াজের লাগামহীন দাম ঠেকাতে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানির কথা ঘোষণা করেছে ভারত। দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসওয়ান টুইটারে জানান, সরকার এক লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভির।
দিল্লিসহ বিভিন্ন রাজ্যে হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম। অনেক জায়গায় বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ রুপিতে। তাই ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পেঁয়াজ আমদানি এবং তা দেশীয় বাজারে বিতরণের সিদ্ধান্ত হয়েছে।
গত সপ্তাহে ভারত জানিয়েছিল অভ্যন্তরীণ চাহিদা মেটাতে মিশর, তুরস্ক ও ইরান থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে।
ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। তবে এবার ভারী বৃষ্টির কারণে পেঁয়াজের উৎপাদন ৩০ থেকে ৪০ ভাগ কমে গেছে। বিপরীতে বেড়েছে দাম।