সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত
১০ নভেম্বর ২০১৯ ১৪:১৪
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। রোববার (১০ নভেম্বর) ভোরে কোণাগাতি এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, কোণাগাতি ব্রিজের ওপর গাড়িচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত হন আরেক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ দু’টি হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।