Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক অচলাবস্থা কাটাতে স্পেনে নির্বাচন


১০ নভেম্বর ২০১৯ ১৪:১১

অনেক সমীকরণ সামনে রেখে স্পেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। খবর আল-জাজিরার।

এবছর এপ্রিলের নির্বাচনে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজে’র স্প্যানিশ সোসিয়ালিস্ট ওয়ার্কার্স পার্টি সবচেয়ে বেশি আসন জিতে। কিন্তু সরকার গঠনে সক্ষম হননি তিনি।

স্পেনের নাগরিকরা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না। নির্বাচনের মাধ্যমে ঠিক করা হয়, পার্লামেন্টের লোয়ার চেম্বার কংগ্রেসের ৩৫০ ও উচ্চকক্ষ সিনেটের ২৬৫ আসন। প্রধানমন্ত্রী নির্বাচিত করতে যেকোনো দলের প্রয়োজন ১৭৬ আসন। তা সম্ভব না হলে দ্বিতীয় দফা ভোট হয়। সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করেন।

সোসিয়ালিস্ট ওয়ার্কার্স পার্টির পেদ্রো সানচেজ ও পুপুলার পার্টির পাবলো ক্যাসাডোস এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। এরপর রয়েছে উগ্রডানপন্থি ভক্স পার্টির সান্তিয়াগো অ্যাবস্কাল, ইউনিডাস পডিমাস পার্টির পাবলো ইগলেসিয়ান ও লিবারেল কিউডিয়াডানোসের আলবার্ট রেভিরা।

সাধারণ নির্বাচন স্পেন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর