Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চান্দিনায় মাইক্রোবাসে আগুন: দগ্ধ ৫ জন ঢামেকে ভর্তি


১০ নভেম্বর ২০১৯ ১৪:১১

ঢাকা: কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লেগে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দগ্ধ হওয়া পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন হালিমা বেগম (৪৫), আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৫), দুলাল মিয়া (৪০) ও মজনু মিয়া (২২)।

এ ঘটনায় দগ্ধ হালিমার মেয়ে শিশু সন্তান রবজা আক্তারসহ তিনজন নিহত হয়েছে।

দগ্ধ মজনুর চাচাতো ভাই অপু জানান, মাইক্রোবাস নিয়ে তারা গতকাল সন্ধ্যায় চান্দিনা এলাকায় যায় একটি মাহফিলে। ভোরে সেখান থেকেই ফিরছিলে। পথে গোবিন্দপুর স্টেশন এলাকায় একজনকে নামিয়ে দিচ্ছিল তারা। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি মহাসড়কের ওপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। গাড়ি থেকে কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক এনায়েত কবির জানান, হালিমা বেগম ৪৭ শতাংশ, আবুল কাশেম ১৭ শতাংশ, জসিম উদ্দিনের ৩০, দুলাল মিয়ার ২৯ ও মজনু মিয়া ৩২ শতাংশ দগ্ধ হয়েছেন। এদের মধ্যে হালিমার অবস্থা আশঙ্কাজনক।

আগুন কুমিল্লা চান্দিনা মাইক্রোবাস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর