Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের কী অবস্থা দেখতে গিয়ে গাছচাপায় মৃত্যু, প্রাণ গেল আরও একজনের


১০ নভেম্বর ২০১৯ ১৩:০২ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১৭:০৯

খুলনা: খুলনার দাকোপ উপজেলায় গাছচাপায় প্রমিলা মণ্ডল নামে এক নারী মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রমিলা ওই গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী।

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল ওয়াদুদ সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে প্রমিলা মণ্ডল দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ছিলেন। সকালে তিনি বের হয়ে দেখেতে যান তার ঘরের কী অবস্থা। তখনো দমকা বাতাস বয়ে যাচ্ছিল। একটি গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আলমগীর হোসেন (৩২) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজিজুল হক জোয়ার্দার জানিয়েছেন, আলমগীর গাছচাপা পড়ে মারা গেছেন।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনার উপকূলবর্তী এলাকায় হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক মানুষ।

গাছ চাপায় মৃত্যু ঘূর্ণিঝড় বুলবুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর