আশ্রয়কেন্দ্রে জন্ম, বাবা নাম রাখলেন বুলবুলি
১০ নভেম্বর ২০১৯ ১১:২৭ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১৫:৫৩
মোংলা (বাগেরহাট): বৈরী আবহাওয়া, ঘূর্ণিঝড়ের আতঙ্ক, এর মধ্যে খবর এলো আশ্রয়কেন্দ্রে এক কন্যা শিশুর জন্ম হয়েছে। দ্রুত চলে গেলাম এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে। ফুটফুটে শিশুটির বাবা নাম রাখলেন বুলবুলি। ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে মিলিয়ে এই নাম রাখা হলো।
রোববার (১০ নভেম্বর) সকালে সারাবাংলাকে কথাগুলো বলছিলেন এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশী। এদিন মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়।
শিশুটির মায়ের নাম হনুফা বেগম। বাবার নাম বায়েজিদ শিকদার। নয়ন কুমার জানান, শিশুটি এবং মা দু’জনই সুস্থ আছেন। হনুফা বেগমের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন ছিল। আমি ডাক্তার রাশেদুল হাসানকে নিয়ে ঘটনাস্থালে যাই। তিনি পর্যবেক্ষণ করে জানালেন, সব স্বাভাবিক রয়েছে। মা ও শিশু দু’জনই ভালো আছেন।
সকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ওই দম্পতিকে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষে নয়ন কুমার রাজবংশী তাদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন।