Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৩


১০ নভেম্বর ২০১৯ ১০:৪৭ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১৪:১৩

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলেন— নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে রপজা এবং সদর উপজেলার আলেখারচরের মৃত আইয়ুব আলীর ছেলে ইউসুফ।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সারাবাংলাকে এ তথ্য জানান।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমগীর হোসেন জানান, মাইক্রোবাসটিতে মোট আটজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর মৃত্যু হয়েছে। গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে মাইক্রোবাসটি যাত্রী নামাচ্ছিল। সেসময় পেছন থেকে একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি ট্রাক পাশ থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে যায়। তাতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।

আহত চারজনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছিল। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা টপ নিউজ পুড়ে মৃত্যু সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর