Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ও ভারতে ‘বুলবুল’: ২ জনের মৃত্যু


১০ নভেম্বর ২০১৯ ০৯:৫৪ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১২:০৬

বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশে । ঝড়ের কারণে এ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।

ক্ষয়ক্ষতি এড়াতে দুদেশে প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের কলকাতা বিমানবন্দর। অপরদিকে বাংলাদেশে নিষেধ করা হয়েছে সকল নৌ চলাচল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন। তিনি লেখেন, আতঙ্কিত হবেন না। দয়া করে শান্ত থাকুন ও উদ্ধার অভিযানে সরকারকে সহায়তা করুন।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার (১০ নভেম্বর) ভোররাত হতে বুলবুল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগে আঘাত হানছে। দেওয়া হয়েছে জলোচ্ছ্বাসের সতর্কতা।

বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ৪ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সেন্টমার্টিনে অনেক পর্যটক আটকা পড়েছেন। অপরদিকে ভারতে এ সংখ্যা ৬০ হাজার।

ঘূর্ণিঝড় বুলবুল টপ নিউজ বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর