Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলাপুরে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু


৯ নভেম্বর ২০১৯ ২১:৫৯

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় আবুল হাশেম (৫৪) নামে এক রেল কর্মচারী মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এরা হলেন— দেলোয়ার হোসেন (৪৫) ও জহির উদ্দিন (৩৫)।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আবুল হাশেমের বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানা এলাকায়। তার মরদেহ এখনো পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল হাশেম কমলাপুরের ৭ নম্বর প্ল্যাটফর্মের পাশে রেল লাইন মেরামত করছিলেন। সে সময় টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ওই প্ল্যাটফর্মে এসে অবস্থান নেয়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আবুল হাশেম। দোলোয়ার ও জহির উদ্দিন সামান্য আহত হন। ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্রেনের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর