Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় উন্নয়নের ছোঁয়া লেগেছে: হাছিনা গাজী


৯ নভেম্বর ২০১৯ ২০:৩৬

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে খুবই আন্তরিক। এ কারণেই দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার গুতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছিনা গাজী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

হাছিনা গাজী আরও বলেন, ‘দেশের উন্নতি করতে হলে আগে শিক্ষাব্যবস্থার উন্নতি করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদেরকে সুশিক্ষায় মানুষ করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব।’

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বিনামূল্যে বই বিতরণ করা হবে।’

মেয়র হাছিনা গাজী আরও বলেন, ‘দেশে মেধাবী শিক্ষার্থীর হার বাড়লে দেশ দ্রুত উন্নত দেশে পরিণত হবে। পাশাপাশি মেধার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে শিক্ষার্থীদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মনে রাখতে হবে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গিবাদ ও মাদকের বিস্তার ঘটানো হচ্ছে। তাই মাদক ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা জা‌হেদা আখতার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মিনারা বেগম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তায়েবুর রহামন, যুবলীগ নেতা আজিম খন্দকার, ভোলাবো ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছালমা আক্তার, সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষানুরাগী মাসুদ পারভেজ, গুতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসরিন আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিনসহ অনেকে।

বিজ্ঞাপন

উন্নয়ন প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্র শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর