Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় সচেতনতায় ৮ কমিউনিটি রেডিওর বিরতিহীন অনুষ্ঠান


৯ নভেম্বর ২০১৯ ২০:৩৫

ঢাকা: বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়-ক্ষতি হ্রাসে সচেতনতা তৈরির লক্ষ্যে উপকূলীয় ৮টি কমিউনিটি রেডিও বিরতিহীনভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।

গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে চলা এই অনুষ্ঠানমালা টানা ১৭৬ ঘণ্টা প্রচার হবে বলে জানা গেছে। তবে ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেডিওগুলোর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

রেডিও স্টেশনগুলোর মোট ১৭৭ জন সম্প্রচারকারী ও স্বেচ্ছাসেবক নিয়মিতভাবে বাংলাদেশ বেতার সদর দপ্তর, সম্প্রচারভুক্ত এলাকার সকল উপজেলার কন্ট্রোল রুম, পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম, জেলা প্রশাসকের কন্ট্রোল রুম, ইউনিয়নসমূহের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি স্থানীয় আশ্রয়কেন্দ্রেসমূহ পরিদর্শন করে ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলা এবং করণীয় সম্পর্কে নানারকম অনুষ্ঠান প্রচার করছে।

ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রেডিও স্টেশনগুলো হলো- কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ এফএম (বরগুনা), কমিউনিটি কমিউনিটি রেডিও সুন্দরবন ৯৮.৮ এফএম (খুলনা), কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম (সাতক্ষীরা), কমিউনিটি রেডিও কৃষি ৯৮.৮ এফএম (বরগুনা), কমিউনিটি রেডিও সাগরগিরি ৯৯.২ এফএম (সীতাকু-, চট্টগ্রাম), কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম (টেকনাফ, কক্সবাজার), কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০এফএম (ভোলা), কমিউনিটি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ এফএম (হাতিয়া, নোয়াখালী)।

এ দিকে বাংলাদেশ এনজিওস নেটওযার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) তাদের ঢাকার অফিসে ঊর্ধ্বতন একজন কর্মকর্তার তত্ত্বাবধানে ২৪ ঘণ্টাব্যাপী কন্ট্রোল রুম পরিচালনা করছে।

বিজ্ঞাপন

বিএনএনআরসি’র কন্ট্রোল রুম চলমান ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় কমিউনিটি রেডিওগুলোকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিন, জনগণের জীবন এবং সম্পদ রক্ষার্থে কখন কীভাবে কোন অনুষ্ঠান সম্প্রচার করবে তার গাইডলাইন, ম্যাটেরিয়াল সরবরাহসহ রেডিও স্টেশনের প্রস্তুতি বিষয়ে সহযোগিতা প্রদান এবং রেডিওগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

কমিউনিটি রেডিও ঘূর্ণিঝড় বুলবুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর