Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষায় থাকুন, রাঘব-বোয়াল কেন— হাঙরও ধরা পড়বে


৯ নভেম্বর ২০১৯ ১৬:১৪

দিনাজপুর: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অপেক্ষায় থাকুন, শুদ্ধি অভিযানে শুধু রাঘব-বোয়াল কেন— হাঙরও ধরা পড়বে। দুর্নীবাজ কাউকেও ছাড় দেওয়া হবে না।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম. আব্দুল লতিফ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ অনেকে।

সভায় উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ আজ সঠিক নেতৃত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বলেই বিএনপি’র কেন্দ্রীয় পর্যায়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। বিএনপি’র কেন্দ্রীয় নেতারা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন।

এদেশ থেকে একদিন বিএনপি হারিয়ে যাবে। আগামী দিনে বাংলাদেশে বিএনপি’র নাম কেউ মুখে আনবে না বলেও এসময় মন্তব্য করেন তিনি।

শুদ্ধি অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর