Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা কর্তৃপক্ষের মার্কেটে আগুন, ২১ লাখ টাকার ক্ষতি


৯ নভেম্বর ২০১৯ ১৫:৫৮

দিনাজপুর: রেইনবো সুপার মার্কেট-২ এ অগ্নিকাণ্ডে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর কারা কর্তৃপক্ষ। আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে পাঁচটি দোকান। আংশিক পুড়েছে তিনটি দোকান।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকান মালিকরা জানান, আগুন ছড়িয়ে পড়ায় আমরা আতঙ্কিত বোধ করছিলাম। কারাগারে বন্দিরাও আতঙ্কিত বোধ করেন। বাইরে থেকে তাদের চিৎকার শোনা যাচ্ছিল।

দিনাজপুর ফায়ার সার্ভিসেরর সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ওই মার্কেটে একটি মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল রাজুর মালিকাধীন ওই দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ আকন্দ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর