Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: চট্টগ্রাম বিমান বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা


৯ নভেম্বর ২০১৯ ১৩:৩৪ | আপডেট: ৯ নভেম্বর ২০১৯ ১৮:৩৪

বাংলাদেশের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম অতিক্রমের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা থেকে রোববার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত  মোট ১৪ ঘন্টা চট্টগ্রাম শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠা নামা সহ সবধরণের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম সারাবাংলাকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম অতিক্রমের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

এছাড়াও আবহাওয়ার এক বিশেষ বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে।

চট্টগ্রাম টপ নিউজ বন্‌ধ বিমান ওঠানামা বিমান বন্দর বুলবুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর