Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় বুলবুল: ১৫৭৭ টি মেডিকেল টিম প্রস্তুত


৯ নভেম্বর ২০১৯ ১৩:২২ | আপডেট: ৯ নভেম্বর ২০১৯ ১৬:০৭

ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ১৫ জেলায় ১ হাজার ৫৭৭ টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়াও দুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার সারাবাংলাকে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে ঘূর্ণিঝড় বুলবুল ১৫ টি জেলাতে আঘাত হানতে পারে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এরইমধ্যেই সেই এলাকাগুলোকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে। এসব জেলায় মোট ৪ হাজার ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও মোট ১ হাজার ৫৭৭ টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে এসব এলাকায় স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলার জন্য।

তিনি আরও বলেন, প্রতিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে মেডিকেল অফিসার/সহকারী সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে। এসব এলাকায় চাহিদা অনুসারে ঔষধসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য পর্যাপ্ত ওষুধ মজুদ আছে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপোর্টে (সিএমএসডি)। সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হবে।

দুর্গত এলাকাগুলোতে গর্ভকালীন ও জরুরী প্রসূতিসেবার প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ডা. আয়শা আক্তার।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জরুরী প্রস্তুতি কর্মসূচিসহ সার্বিক বিষয় সমন্বয় করছে। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্গত এলাকার কন্ট্রোল রুমের সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে ঘূর্ণিঝড় বুলবুল ১৫টি জেলায় আঘাত হানতে পারে। সেগুলো হলো: ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কক্সবাজার।

ভোলার ৭ টি উপজেলায় আছে ৭০ টি ইউনিয়ন। এখানে ৬৬৮ টি আশ্রয় কেন্দ্রে ৯২ টি মেডিকেল টিম কাজ করছে।

বরগুনার ৫ টি উপজেলায় আছে ৪২ টি ইউনিয়ন। এখানে ৫০৯ টি আশ্রয় কেন্দ্রে ৪২ টি মেডিকেল টিম কাজ করছে।

পটুয়াখালী ৭ উপজেলায় আছে ৭৫ টি ইউনিয়ন। এখানে ৪০৩ টি আশ্রয় কেন্দ্রে ৭০ টি মেডিকেল টিম কাজ করছে।

বরিশালের ১০ উপজেলায় আছে ৮৫ টি ইউনিয়ন। এখানে ২৩৭ টি আশ্রয় কেন্দ্রে ৯৬ টি মেডিকেল টিম কাজ করছে।

পিরোজপুরের ৭ উপজেলায় আছে ৫২ টি ইউনিয়ন। এখানে ২২৮ টি আশ্রয় কেন্দ্রে ৬৫ টি মেডিকেল টিম কাজ করছে।

ঝালকাঠির ৪ উপজেলায় আছে ৩২টি ইউনিয়ন। এখানে ২৭ টি আশ্রয় কেন্দ্রে ৩৬ টি মেডিকেল টিম কাজ করছে।

বাগেরহাটের ৯ উপজেলায় আছে ৭৫ টি ইউনিয়ন। এখানে ৩৪৫ টি আশ্রয় কেন্দ্রে ৮৪ টি মেডিকেল টিম কাজ করছে।

খুলনার ৯ উপজেলায় আছে ৬৮ টি ইউনিয়ন। এখানে ৩৪৯ টি আশ্রয় কেন্দ্রে ১১৬ টি মেডিকেল টিম কাজ করছে।

সাতক্ষীরা ৭ উপজেলায় আছে ৭৮ টি ইউনিয়ন। এখানে ১৮৪ টি আশ্রয় কেন্দ্রে ৮৭ টি মেডিকেল টিম কাজ করছে।

চট্টগ্রামের ১৫ উপজেলায় আছে ২০০ টি ইউনিয়ন। এখানে ৪৭৯ টি আশ্রয় কেন্দ্রে ২৮৪ টি মেডিকেল টিম কাজ করছে।

নোয়াখালীর ৯ উপজেলায় আছে ৯১ টি ইউনিয়ন। এখানে ৬২ টি আশ্রয় কেন্দ্রে ২৫৩ টি মেডিকেল টিম কাজ করছে।

লক্ষ্মীপুরের ৫ উপজেলায় আছে ৫৮ টি ইউনিয়ন। এখানে ৮২টি আশ্রয় কেন্দ্রে ৬৬ টি মেডিকেল টিম কাজ করছে।

ফেনীর ৬ উপজেলায় আছে ৪৫ টি ইউনিয়ন। এখানে ৮৮ টি আশ্রয় কেন্দ্রে ৭৬ টি মেডিকেল টিম কাজ করছে।

চাদপুরে ৮ উপজেলায় আছে ৯২ টি ইউনিয়ন। এখানে ৩১৭ টি আশ্রয় কেন্দ্রে ১১৭ টি মেডিকেল টিম কাজ করছে।

কক্সবাজারের ৮ উপজেলায় আছে ৭২ টি ইউনিয়ন। এখানে ৫৩৮ টি আশ্রয় কেন্দ্রে ৯৩ টি মেডিকেল টিম কাজ করছে।

মোট ১৫ জেলায় দুর্গত এলাকা হিসেবে ১১৬ টি উপজেলা আছে। ইউনিয়ন সংখ্যা ১১৩৫ । এখানে ৪৫১৬ টি আশ্রয় কেন্দ্রে ১৫৭৭ টি মেডিকেল টিম কাজ করছে।

ঘূর্ণিঝড় বুলবুল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর