উপকূলে হতে পারে ৫-৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস
৯ নভেম্বর ২০১৯ ০২:৫৫
ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা জেলার সুন্দরবনের নিকট দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় বুলবুল। তাই সমুদ্রবন্দরে আগামীকাল দমকা অথবা ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। এসময়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ইতোমধ্যে ঘূর্ণিঝড় বুলবুল’র কারণে অভ্যন্তরীণ নৌপথে সকল নৌ-চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।
উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের (৯ ও ১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে।