Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রস্তুত সাইক্লোন শেল্টার, চলছে পুলিশের সতর্কবার্তা


৯ নভেম্বর ২০১৯ ০২:০০

খুলনা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যেকোনো সময় উপকূলে আঘাত হানতে পারে। তাই ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে খুলনায়। খোলা হয়েছে ৩৪৯ টি আশ্রয়কেন্দ্র। এছাড়া পুলিশ সদস্যরা রাতে মাইকিং করে সবাইকে নিরাপদে থাকতে অনুরোধ করেছে।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক সভা হয়। বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সার্বিক কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় খুলনায় ৩৪৯ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ও ৯টি উপজেলায় মোট ১০টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় মানুষকে সচেতন করার জন্য দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলায় দুপুর থেকে মাইকিং করা হচ্ছে।

খুলনার পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বলেন, আমরা উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় আসতে বলছি। খুলনা জেলা পুলিশের সদস্যরা উপকূলের বাসিন্দাদের নিরাপদ আনতে কাজ করছে।

এদিকে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিতব্য রাসমেলা বাতিল করা হয়েছে।

খুলনা ঘূর্ণিঝড় বুলবুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর