জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৮ নভেম্বর ২০১৯ ২২:১৭
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পুকুরে ডুবে মীম আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিদ্দী গ্রামে এই ঘটনা ঘটে। মীম ওই গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
এলাকাবাসী জানান, বাড়ির পাশে পুকুরের পারে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মীম। সে কখন পুকুরে পড়ে গেছে কেউ টের পায়নি। স্বজনরা শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এক সময় পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।