Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসক্লাবে আর নয়, যা হবে রাস্তায়: গয়েশ্বর


৮ নভেম্বর ২০১৯ ১৯:৩৩

ঢাকা: নেতারা ডাকলো কি ডাকলো না সেটা দেখার দরকার নেই। ঘোষণার সঙ্গে সঙ্গে যুদ্ধে যেতে নেমে যেতে হবে। প্রেসক্লাবে আর নয়, যা হবে রাস্তায় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

নেতাদের নির্দেশের অপেক্ষায় না থেকে কর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। ১৯৭১ সালেও নেতারা ঠিক মতো নির্দেশ দিতে পারেননি। তখন অখ্যাত একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তখন কেউ প্রশ্ন করেনি তুমি কে হে ঘোষণা দেওয়ার? সবাই ঘোষণার সঙ্গে সঙ্গে যুদ্ধে নেমেছিল। সুতরাং আর প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায় হবে।’

বিজ্ঞাপন

বিএনপির এ নেতা বলেন, ‘আদালতের মাধ্যমে নেত্রীর মুক্তি হবে না, এটা আমরা বুঝে গেছি। সুতরাং খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আপনাদের যদি প্রাণের দাবি ও আকাঙ্খাবোধ তীব্র হয় তাহলে আপনারা প্রস্তুত হন। কারও আশার ওপর নির্ভর করবেন না। বিষয়টা আর দীর্ঘসময় অপেক্ষা করার নয় এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনারা প্রস্তুত থাকেন। আর এই প্রেসক্লাবে নয় যা হবে রাস্তায়।’

তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেদুল ইসলাম লরেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ অন্যরা।

গয়েশ্বর প্রেসক্লাব বিএনপি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর