Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


৮ নভেম্বর ২০১৯ ১৮:২২ | আপডেট: ৮ নভেম্বর ২০১৯ ১৮:২৯

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর)  সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে অনবরত বৃষ্টি শুরু হয়।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় উপকূলীয় এলাকায় ঘোষিত ৪ নম্বর সতর্ক সংকেত অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে জেলা প্রশাসন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান (সার্বিক) জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলার ১৩৭টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ এলাকায় মাইকিং করে সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য জানানো হয়েছে।

তিনি জানান, উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। যে কারণে ৩ নম্বর সর্তক সংকেত নামিয়ে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।

আরও পড়ুন- ‘শনিবার উপকূলে আঘাত হানতে পারে বুলবুল’

সাগরে ৪ নম্বর সংকেত, সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২০০ পর্যটক

ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসার খবরে আতঙ্ক, রাস মেলা বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় বুলবুল বুলবুল সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর