Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের পেঁয়াজ না ওঠা পর্যন্ত বাজার স্থিতিশীল হবে বলে মনে হয় না


৮ নভেম্বর ২০১৯ ১৮:০৫ | আপডেট: ৮ নভেম্বর ২০১৯ ১৮:০৭

রংপুর: পেঁয়াজ নিয়ে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার মনিটরিং করার জন্য আমাদের মন্ত্রণালয়ের একজন উপ সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বারবার বলছি পেঁয়াজের দামটা আশি থেকে পঁচাশি টাকার মধ্যে আনা যায় কিনা। বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো গতকাল বলেছে এই দামের মধ্যে পেঁয়াজের দাম আনা সম্ভব। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের পেঁয়াজ বাজারে না আসছে ততক্ষণ পর্যন্ত বাজার স্থিতিশীল হবে বলে মনে হয় না।’

বিজ্ঞাপন

শুক্রবার (৮ নভেম্বর) সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইটভাটা মালিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। এ মাসের শেষদিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে এলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘তারপরও আরেকটা সম্ভাবনার কথা বলছি সেটা হলো, মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা দুই একদিনের মধ্যেই চলে আসবে। তখন দাম একটু কমতে পারে বলে মনে হয়। এছাড়া মাসের শেষে নিজেদের পেঁয়াজ বাজারে উঠে যাবে। তখন আমরা সাশ্রয়ী দামে পেঁয়াজ পাবো।’

আমাদের দেশে পেঁয়াজের প্রধান রফতানিকারক ভারত জানিয়ে টিপু মুনশি বলেন, ‘সেখান থেকেই আমরা মূলত পেঁয়াজ আমদানি করে থাকি। বিষয় হচ্ছে সেখানেই এখন পেঁয়াজের দাম বেড়ে পেঁয়াজ ৮০ টাকা কেজি হয়ে গেছে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে।’ ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত লাভ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

টপ নিউজ পেঁয়াজ পেঁয়াজের দাম বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর