Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু


৮ নভেম্বর ২০১৯ ১৭:৩৩

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আসাদুল হক ইপু (৪০) ও তার ছয় বছর বয়সী ছেলে সোহানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আসাদুলের স্ত্রী রেশমা আক্তার (৩০)।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সোয়া ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুর ২টার দিকে উপজেলার রহিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন ইপু। তার বাড়ি কেরানীগঞ্জের বাগমারা এলাকায়। পরিবার নিয়ে তিনি সায়েদাবাদের করাতিটোলা এলাকায় বসবাস করতেন।

রেশমা আক্তার সারাবাংলাকে জানান, মোটরসাইকেলে তারা বাগমারায় যাচ্ছিলেন। রহিতপুরের কুড়াহাটি এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে গেলে ইপু ও সোহানের মাথায় আঘাত লাগে। তিনি সামান্য আঘাত পান।

কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. জুবায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরেই ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা করা চলছে।

ট্রাকের ধাক্কা

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর