Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীবাগ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


৮ নভেম্বর ২০১৯ ১৫:৩৯

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন পরীবাগের একটি বাসা থেকে উদয় বিন নূর অগ্নি (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, অগ্নি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

লয়েন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র অগ্নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোহাগ হাজারীর ছেলে। তার মায়ের নাম লুপা তালুকদার। পরীবাগের ৮/২ মোতালেব টাওয়ার-২ এ থেকে ঢাকায় পড়ালেখা করতো অগ্নি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পারেছি এটা আত্মহত্যা। আমরা আরও জানতে পেরেছি পরিবারিক সমস্যায় বিষণ্ন থাকত অগ্নি। পুলিশ তদন্ত করছে।

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর