ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ৫ জনের মৃত্যু, আহত ৩০০
৮ নভেম্বর ২০১৯ ১১:২২
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০০ জন। শুক্রবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
এই ভূমিকম্পের উৎপত্তি স্থল রাজধানী তেহরান থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী দেশটির পূর্বাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে।
ভূমিকম্পের প্রভাবে আলবর্জ পাহাড় কমপক্ষে ৪০ বার কেঁপে ওঠে। আতংকিত হয়ে স্থানীয় অধিবাসীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যান। সে সময় হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৩১২ জন আহতের মধ্যে মাত্র ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে এই ভূমিকম্পে ইরানে কমপক্ষে ৩০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এর আগে, ২০১৭ সালে ইরানে এক ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়েছিল।