প্যারিসে বাঙালি অধ্যুষিত এলাকায় ছুরি হামলা, আহত ৬
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৬ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:৫৩
অনুপম বড়ুয়া টিপু, প্যারিস
ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্যারিসের উত্তরাঞ্চলের বাঙ্গালী অধ্যুষিত এলাকায় এই হামলা হয়। এলাকাটি প্যারিসের ট্রেনচলাচলের অন্যতম কেন্দ্র গার দু নর্দের কাছেই।
হামলার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছে, পথচারীদের ওপর হামলাকারীকে মাতাল অবস্থায় পুলিশ আটক করেছে। ছুরিকাঘাতের ঘটনার প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় একটি পানশালার কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিসহ তাকে আটক করা হয়। ওই ব্যক্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
গার দু নর্দ উত্তর ফ্রান্সের একটি অপরাধপ্রবণ অঞ্চল। এলাকাটিতে প্রধানত শহরের নিন্মবিত্ত ও গৃহহারাদের বাস।
সারাবাংলা/এসবি