Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাটো ‘ভাবনার মৃত্যু’ হয়েছে: ম্যাকরন


৭ নভেম্বর ২০১৯ ২১:০৯ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ২১:৫৭

বাইরে ভুঁইফোড় কিছু আনুষ্ঠানিকতা ধরে রাখলেও ভাবনা পর্যায়ে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট – ন্যাটো’র মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ন্যাটোর এই পরিণতির জন্য তিনি দায়ী করেছেন চুক্তির অন্যতম নিশ্চয়তাদাতা মার্কিন যুক্তরাষ্ট্রকে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রভাবশালী দৈনিক দ্য ইকোনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাকরন আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ক্রমাগত কথার বরখেলাপ করে ন্যাটোকে এই  বাস্তবতায় এনে ফেলেছে। বিশেষত সাম্প্রতিক সময়ে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ন্যাটোর কোনো ফোরামে আলোচনা না করার বিষয়টি উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

ম্যাকরন সংশয় প্রকাশ করে বলেছেন, তার সন্দেহ হয়, এখনও চুক্তিবদ্ধ দেশগুলো যৌথ প্রতিরক্ষায় বিশ্বাস করে কি না?

ম্যাকরন এমন এক সময় ন্যাটোর অস্তিত্ত্ব নিয়ে সংশয় প্রকাশ করলেন যখন ন্যাটো চুক্তির ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী মাসেই লন্ডনে চুক্তিভুক্ত দেশগুলোর মিলিত হওয়ার কথা রয়েছে।

ইমানুয়েল ম্যাকরন ন্যাটো প্রেসিডেন্ট ফ্রান্স ভাবনার মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর