‘পাটের সোনালি ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকার সচেষ্ট’
৭ নভেম্বর ২০১৯ ২০:৫২ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ২১:১০
ঢাকা: একসময়ের সোনালি ঐতিহ্য পাটকে ফের বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।
তিনি বলেন, সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে সেগুলো যথাযথ বাস্তবায়ন করে পাট খাতের চলমান সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের সোনালি ঐতিহ্য পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুট ডাইভার্সিফিকেশন প্রোমোশন সেন্টারের (জিডিপিসি) উদ্যোগে অফিসার্স ক্লাবের খেলাঘর হল প্রাঙ্গণে তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, সোনালি আঁশ বাংলাদেশের সমৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করবে। দূষণ সম্পর্কে সচেতনতা তৈরি ও পাটপণ্যের ব্যাপক প্রসারের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এই মেলার আয়োজন করেছে। জেডিপিসি’র মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, পাটকল করপোরেশন বিজেমসি’র চেয়ারম্যান শাহ মেহাম্মদ নাসিম, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক দিলীপ কুমার সাহা, ডেডিপিসি’র নির্বাহী পরিচারক খোরশেদ আলমসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় একশটি স্টলের মাধ্যমে পাটপণ্যের উদ্যোক্তার ২৮৫ ধরনের বহুমুখী পাটপণ্য প্রদর্শন করছেন। মেলায় বহুমুখী পাটপণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রির ব্যবস্থাও রয়েছে।
উল্লেখ্য, বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তারা দৃষ্টিনন্দন বিভিন্ন পাটপণ্যের বড় অংশই রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। বহুমুখী এসব পাটজাত পণ্যকে দেশে জনপ্রিয় করতে প্রচার প্রচারণাসহ বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে। বহুমুখী পাটজাত পণ্যের এ মেলা পাটজাত পণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং দেশি-বিদেশি ক্রেতাদের মধ্যে আরও বেশি যোগাযোগ স্থাপনে সহায়ক হবে।
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জেডিপিসি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বহুমুখী পাটজাত পণ্যের মেলা